দিনহাটা উপনির্বাচনে শেষ লগ্নে নির্বাচনী প্রচারে কোচবিহারের এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।

0
272

কোচবিহার :- দিনহাটা উপনির্বাচনে শেষ লগ্নে নির্বাচনী প্রচারে কোচবিহারের এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । এদিন দুপুর 12 টা 35 নাগাদ তারা পদাতিক এক্সপ্রেস ট্রেনে করে নিয়ে কোচবিহার স্টেশন নামে । তাদের স্বাগত জানাতে নিউ কোচবিহার স্টেশনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মালতি রাভা রায় সহ জেলার বিজেপির নেতৃত্ব ও কর্মীরা । ফুলের তোড়া ও মালা পরিয়ে তাদের স্বাগত জানান বিজেপি নেতৃত্ব । এরপরই তারা সেখান থেকে কোচবিহার এর উদ্দেশ্যে রওয়ানা দেন । আজ তাদের দিনহাটা বিধানসভার উপনির্বাচনের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার পাশাপাশি বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বলে বিজেপি সূত্রে খবর ।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিউ কোচবিহার স্টেশন দিনহাটা উপ নির্বাচন নিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ কে আক্রমণ করেন । তিনি বলেন দিনহাটায় ভয়ের একটা পরিবেশ কায়েম করা হয়েছে। যার ফলে মানুষ সামনে আসতে ভয় পাচ্ছে। সাধারণ মানুষ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের একটা পরিবেশ পেলে ও আঙ্গুলের হাড় মাত্রা মুখের সামনে দাঁড়িয়ে না থাকলে মানুষ বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here