বিজেপির দাবি কৌস্তব তলাপাত্র তৃণমূলের। অন্যদিকে তৃণমূলের দাবি সে বিজেপির

0
234

জলপাইগুড়ি:- বিজেপির দাবি কৌস্তব তলাপাত্র তৃণমূলের। অন্যদিকে তৃণমূলের দাবি সে বিজেপির। এ নিয়েই শুরু হয়েছে জেলার শাসক-বিরোধীর মধ্যে তীব্র কাজিয়া। সোমবারের পর মঙ্গলবার ফের এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা বিজেপি নেতৃত্ব। যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, তৃণমূল নেতৃত্ব যে সকল ছবি সহ প্রমাণ দিচ্ছে তা ভিত্তিহীন। কেননা সে সকল ছবি বহু আগের। অন্যদিকে এই দাবি খণ্ডন করেছে জেলা তৃণমূল। এ বিষয়ে জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। আমার কাছে ২০২০/২১ এর এমন ছবি রয়েছে যা কৌস্তবের সাথে বিজেপির যোগ সূত্র প্রমাণ হয়। এই ছবি যদি মিথ্যা হয় বিজেপির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ জানাতে পারেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কৌস্তবের সঙ্গে সম্পর্ক এখন বিজেপির। তৃণমূলের সাথে নয়। একসময় সে তৃণমূল করত। বর্তমানে তাদের সাথে কোন সম্পর্ক নেই বলে জানান সৈকত বাবু। উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ির কৌস্তব তলাপাত্র বহু টাকা মূল্যের ব্রাউন সুগার সহ শিলিগুড়িতে ধরা পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here