সোমবার উত্তরকন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষনা করেছেন আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে স্কুল কলেজের পঠনপাঠন।

0
299

গৌতম পাল, উত্তর দিনাজপুর:-সোমবার উত্তরকন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষনা করেছেন আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে স্কুল কলেজের পঠনপাঠন। মুখ্যমন্ত্রীর এই ঘোষনাকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা। স্কুল কলেজে পঠনপাঠন চালু হলে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার পরিবেশ তৈরি হবে। উপকৃত হবে রাজ্যের ছাত্রছাত্রীরা। খুশীর হাওয়া রাজ্যের ছাত্রছাত্রী থেকে অভিভাবক মহলে।

২০২০ সালের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে বন্ধ হয়ে রয়েছে সমস্ত স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা স্তিমিত হওয়ায় কদিনের জন্য নবম দশম ও একাদশ ও দ্বাদশ শ্রেনীর পঠন পাঠন শুরু করেছিল রাজ্য শিক্ষা দপ্তর। কিন্তু তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি দিতেই তা বন্ধ করে দেওয়া হয়। প্রায় দেড় বছর কাল ধরে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা দপ্তর বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা। অনলাইনে পড়াশুনা করার মতো সকলের সামর্থ্যও নেই। বিশেষ করে গ্রামগঞ্জের গরীব দুস্থ পড়ুয়ারা স্কুল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছে। সোমবার শিলিগুড়ি উত্তরকন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষনা করেছেন ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুল কলেজে পঠনপাঠন চালু করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষনাকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here