হিন্দুদের সুরক্ষা চেয়ে অভিনব আন্দোলন বালুরঘাটে, বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে প্রতিকী শব যাত্রা হিন্দু সংহতির
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৫ অক্টোবর— বাংলাদেশে হিন্দুদের করুন পরিস্থিতি তুলে ধরতে প্রতিকী শবদেহ নিয়ে মিছিল করল হিন্দু সংহতি। মঙ্গলবার বালুরঘাট শহরে সংগঠনের কর্মকর্তারা শবদেহ ঘাড়ে নিয়ে শহর পরিক্রমা করে শ্মশানে পৌঁছান। সংগঠনের দাবী বাংলাদেশের হিন্দুরা কোথাও নিরাপদ নয়। মন্দির ভাঙচুর, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নির্যাতনের শিকার হচ্ছেন শত শত হিন্দু পরিবার। ধর্ষন করা হচ্ছে মা বোনেদের। একমাত্র মৃত্যুর পরই নিরাপদে শ্মশান যাত্রা করতে পারে হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশে তাদের করুণ পরিস্থিতি তুলে ধরতেই হিন্দু সংহতি এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
সংগঠনের তরফে রজত রায় জানিয়েছেন, হিন্দুদের অবস্থা শোচনীয়। বাংলাদেশে তাদের নিরাপত্তার দাবিতে এই অভিনব আন্দোলন। শ্মশানই এই মুহুর্তে একমাত্র নিরাপদ স্থান হিন্দুদের, সেটাই বোঝাবার চেষ্টা হয়েছে এদিনের এই আন্দোলনে।