কোচবিহার:-দিনহাটা বিধানসভা উপ নির্বাচন ডিসিআরসি সেন্টার সকাল থেকে শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালটবক্স দেওয়ার কাজ। ভোট কর্মীরা তাদের ব্যালটবক্স নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওয়ানা দিয়েছেন । দিনহাটা কলেজে করা হয়েছে ডিসিআরসি সেন্টার । দিনহাটা বিধানসভার উপনির্বাচনের মোট ভোটার সংখ্যা রয়েছে 2 লক্ষ 98 হাজার 80জন । মোট 417টি বুথ রয়েছে ।27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ থাকছে রাজ্য পুলিশ । প্রত্যেকটি বুথে চারজন করে ভোট কর্মী থাকবে বলে জানা গিয়েছে । এছাড়া কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ ।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে মোট বুথ 417টি রয়েছে এর মধ্যে ঝুঁকিপূর্ণ বুথ 51টি , ক্রিটিক্যাল বুথ 153সিসিটিভি মাধ্যমে 209টি বুথ কাভার করা হবে ।মাইক্রো অবজারভার 110টি বুথ কভার করবে ।21 জন ভিডিওগ্রাফার আরও বুথ কভার করবেন ।সমস্ত 417 বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।মোট 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ।106জন অফিসারসহ 903 রাজ্য পুলিশ থাকছে ।