মালদা:-বাইক শোরুম,মুদির দোকান, শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনার পর এবার ওষুধের দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ওষুধের দোকান থেকে নগদ 60 হাজার টাকা চুরি হয়। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
উল্লেখ্য মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত তুলসিহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজার চত্বর এর মেন গেটের সামনে একটি ওষুধের দোকান। সেই ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি। দেওয়াল ভেঙে ওষুধের দোকানে ঢুকে নগদ 60 হাজার টাকা সহ সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, কম্পিউটার মনিটর নিয়ে চম্পট দেয় চোরেরা। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে। তাই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে ঔষধ দোকানদার এজাজ আহমেদ বলেন তুলসিহাটা ব্রিজ সংলগ্ন এলাকায় বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। তাই আমরা এলাকায় পুলিশ করা নজরদারির জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি তিনি বলেন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।