পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ অক্টোবর— হস্ত শিল্পের প্রসার ঘটাতে বালুরঘাটে শুরু হলো প্রতিযোগিতামূলক মেলা ও প্রদর্শনী। জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন হয়েছে। আগামী দুই দিন ব্যাপী এই মেলা চলবে বালুরঘাটের একটি বেসরকারি লজে। এদিন মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক শুভাশিষ বেজ। জানা গেছে ছটি ব্লক থেকে ৯৫ প্রতিনিধি অংশগ্রহণ করেছে এই মেলায়।
জেলা শিল্প কেন্দ্র আধিকারিক অসীম কুমার চৌধুরী জানিয়েছেন, মূলত কাঠ, বাঁশ এবং কাঁথা স্টিচের উপর হাতের কাজ রয়েছে। শিল্পীদের মধ্যে প্রতিযোগিতায় ভিত্তিতে রাজ্য জুড়েই এমন মেলার আয়োজন করা হয়।