পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩০ অক্টোবর— কেরোসিনের অবাধ কালোবাজারি বালুরঘাটে। গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় চার হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করল পুলিশ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট শহরের মঙ্গলপুর কলোনি পাড়া এলাকার। ঘটনাস্থল থেকে প্রায় ১৬ টি কেরোসিন ভর্তি ড্রাম সহ অবৈধ কারবারের কাজে ব্যবহৃত বেশকিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ডিজেলের দাম বৃদ্ধির জেরে বেশকিছুদিন ধরে বালুরঘাট থেকে চলা প্রায় অধিকাংশ নাইট সার্ভিস বাসেই দেদার ব্যবহার হচ্ছিল কেরোসিন।যে কেরোসিন অবৈধভাবে সরবরাহ করছিল শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা রবি সরকার বলে পুলিশ সুত্রের খবর। এদিন বিকেলে এমন গোপন খবর পেতেই তার বাড়িতে অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। বাড়িতে কেউ না থাকলেও উদ্ধার হয় কেরোসিন ভর্তি বেশ কিছু বড় বড় ব্যারেল। যেখান প্রায় চার হাজার লিটার কেরোসিন উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা সঙ্গীতা দাস জানিয়েছেন, রবি সরকারের বাড়ি থেকে পুলিশ এসে কেরোসিন তেল উদ্ধার করেছে।