বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ময়না বাড়ির রায়ডাক নদী থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু পাথর তোলার অভিযোগে ট্রলি সহ 2 টি ট্রাক্টর আটক করল বনদপ্তর। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের ময়না বাড়ি এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বনদপ্তর ও এসএস বি যৌথভাবে অভিযান চালায় ।শুক্রবার রাতে অভিযান চালিয়ে নদীবক্ষ থেকে বালি পাথর চুরি করার অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ,এদিন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ, ভলকা রেঞ্জ ও কুমারগ্রাম রেঞ্জ যৌথভাবে এই অভিযান চালায়। শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। ঘটনা তদন্ত শুরু করেছে বনদপ্তর ও এসএসবি। এ বিষয়ে ভলকা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন বলেন, ময়না বাড়ির জঙ্গল লাগোয়া রায়ডাক নদী থেকে অবৈধ ভাবে বালু পাথর তোলার অভিযোগে দুইটি ট্রাক্টর আটক করা হয়েছে । এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছি আমরা।ঘটনার তদন্ত চলছে।