হিলিতে মা-বাবা হারা চার অনাথ শিশুকন্যার দিন কাটছে অর্ধাহার ও অনাহারে

0
253

হিলিতে মা-বাবা হারা চার অনাথ শিশুকন্যার দিন কাটছে অর্ধাহার ও অনাহারে, করোনার বিগত এক বছরে হতদরিদ্র আদিবাসী পরিবারটির দিকে ফিরেও তাকায় নি কেউই! 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১ নভেম্বর—  মা বাবা হারিয়ে চার অনাথ শিশুকন্যার দিন কাটছে অর্ধাহার ও অনাহারে। ফিরেও তাকায়নি কেউই। সত্তরউর্দ্ধ দাদুর বার্ধক্য ভাতার মাত্র ১ হাজার টাকায় চলছে হতদরিদ্র আদিবাসী পরিবারের সাতটি মানুষের জীবনযাত্রা। যা শুনে অবাক হয়েছেন অনেকেই। বিগত এক বছরে করোনার লকডাউনে চরম অসহায়তার চিত্র ফুটে উঠেছে অসহায় ওই পরিবারটিতে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিনসিরা গ্রাম পঞ্চায়েতের নওপাড়া এলাকার ঘটনা।
     জানা গেছে, হিলির বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তিওড় নপাড়া এলাকার বাসিন্দা মুন্সি হেমব্রম। বয়স জনিত কারণে তিনি নিজেই ঠিকমতো চলাফেরা করতে পারেন না। পেট চালাতে নিজের বার্ধক্য ভাতার উপর নির্ভর করে থাকতে হয় তাকে। চার বছর আগে জামাই সুকল সরেন টিবি রোগে এবং এক বছর আগে করোনাকালে মেয়ে মিনতি হেমব্রমের মৃত্যু হয় ইলেকট্রিক শক খেয়ে। মেয়ে ও জামায়ের মৃত্যুর পরে বালুরঘাটের মাহিনগর থেকে পাচ নাতনিকে বাড়িতে নিয়ে আসেন মুন্সি হেমব্রম। যদিও তাদের মধ্যে বড় নাতনির বিয়ে দিতে সক্ষম হয়েছেন বৃদ্ধ। সংসারে বাকি চার নাতনিদের দেখাশোনা করার জন্য বৃদ্ধা দিদা ভুলি হাঁসদাও রয়েছেন। বয়স হলেও তার ভাগ্যে জোটে নি বার্ধক্য ভাতাও। অসহায় পরিবারটিতে রোজগেরে ব্যক্তি না থাকায় বৃদ্ধ মুন্সি হেমব্রমের মাসিক এক হাজার টাকার বার্ধক্য  ভাতায় তাদের অন্যতম ভরসা। যা দিয়েই বিগত এক বছরে করোনার এই সঙ্কটকালে একপ্রকার অনাহারেই দিন গুজরান করছেন হতদরিদ্র ওই আদিবাসী পরিবারটি। পড়াশোনা তো দূর, প্রাথমিক স্কুলের গন্ডিতেও পা দেননি অনাথ চার বোন সুনিতা, কনিকা, দিপালী এবং শেফালী সোরেনরা। বর্তমানে মাঠে গুগলি সংগ্রহ করেই পেট ভরছে অসহায় ওই চার শিশুকন্যার।

     বৃদ্ধ মুন্সী হেমব্রম বলেন, তিনি কর্ম ক্ষমতা হারিয়েছেন। পেনশনের এক হাজার টাকায় কোন দিন খেয়ে আর কোন দিন না খেয়ে দিন চলছে তাদের। মা বাবা মরে যাওয়ায় তারা ছাড়া ওই মেয়েদের দেখার আর কেউ নেই।

      ছোট্ট সুনীতা এবং কনিকারা বলেন, তারা বাচতে চান।একটু খেতে চান, একটু পড়াশুনা করতে চান। কোনদিন খেয়ে আবার কোনদিন না খেয়েই দিন চলছে তাদের। তাদের সাহায্যে কেউ এগিয়ে এলে তারা বেঁচে থাকতে পারবে।
        নপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ বলেন, খেতে না পারলে পড়াশোনা করবে কিভাবে। প্রশাসনও কোনভাবে সাহায্য করে নি ওই পরিবারটিকে। মা বাবা হারয়ে চারটি অনাথ মেয়ের দুর্দশা চোখে দেখা যায় না।
      প্রতিবেশী উৎপল বেসরা জানিয়েছেন, অত্যন্ত দরিদ্র পরিবার। আজ অবধি কেউই তাদের সাহায্যে এগিয়ে আসে নি। তাদের বেচে থাকার জন্য প্রশাসনকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here