করোনা পরিস্থিতিতে কম দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে উদ্বোধন করা হলো ওয়াও বাজারের।
সোমবার সংস্থার কর্ণধার এর হাত দিয়ে উদ্বোধন করা হয় বাজারটির। যেখানে আরও বিশিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির মত খারাপ সময়ে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কিছু যুবকদের এই বাজারের উদ্বোধনের মধ্য দিয়ে। কম দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার উদ্বোধন হওয়ায় খুশি শহরবাসী।
গঙ্গারামপুরের বাসস্ট্যান্ডে অবস্থিত স্কাই সিটি মলের গ্রাউন্ড ফ্লোরে কম দামে উন্নত মানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে উদ্বোধন করা হলো ওয়াও বাজারের। যে বাজারের উদ্বোধন উপলক্ষে রয়েছে আকর্ষণীয় অফার। ওয়াও বাজার সংস্থার কর্ণধার তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত দিয়ে করা হয় বাজারের উদ্বোধন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্কাই সিটি মল এর কর্ণধার অশোক জোয়াদ্দার, সহ আরো বিশিষ্ট ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতিতে একদিকে যেমন জিনিসের দাম বেড়েছে তেমনি কর্মসংস্থান হারিয়েছে বহু মানুষ । গঙ্গারামপুরের বুকে এমন বাজার উদ্বোধন হওয়ায় একদিকে যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা হলেও কম পাওয়া যাবে অন্যদিকে এই বাজার উদ্বোধন হওয়ায় কিছু যুবকের কর্মসংস্থান হয়েছে বলে দাবি সংস্থার কর্ণধারেদের।
এ বিষয়ে সংস্থার কর্ণধার তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, এমন বাজার তিনি আগেও রাজ্যের অন্য জায়গায় করেছেন। আজ গঙ্গারামপুরে উদ্বোধন করা হলো। আগামী দিনে বালুরঘাটেও তাদের এমন বাজার উদ্বোধন করার লক্ষ্য রয়েছে। এর ফলে বর্তমান যুগের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে।
এ বিষয়ে স্কাই সিটি মলের কর্ণধার অশোক জোয়াদ্দার জানিয়েছেন, গঙ্গারামপুরে ওয়াও বাজার উদ্বোধন হওয়ায় শহরবাসী কম দামে ভালো মানের জিনিস এই বাজারের মাধ্যমে পেয়ে যাবেন।