শীতল চক্রবর্ত্তী গঙ্গারামপুর ৯ নভেম্বর দক্ষিণ দিনাজপুর:-বেহাল রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রামবাসীরা।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের স্কুল মোড়ের তপন লস্করহাট রাজ্য সড়কের উপরে।পরে ব্লক ও পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন সকাল থেকে তপন ব্লকের লস্করহাট এলাকার কালমান্দ্রা পাড়ার বাসিন্দারা এদিন বহুদিন ধরেই বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।গ্রামবাসীদের অভিযোগ, তপন স্কুল মোড় থেকে কালমান্দ্রা পাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।এলাকার পঞ্চায়েত ,থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন সরকারি জায়গায় বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাঁদের।তাই অবিলম্বে রাস্তাটি পাকা করার দাবিতে এদিন তপন স্কুল মোড়ে তপন-লস্করহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
এলাকার দুই গ্রামবাসী অভিযোগ করে বলেন,রাস্তা দিয়ে চলাচল করতে না পেরেই এমন আন্দোলনে নামা হয়েছে।দাবি পূরণ না হলে বড় আন্দোলনে নাম হবে।
এদিকে এমন খবর পাবার পরেই ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার আইসি গৌতম রায় এবং তপন ব্লকের বিডিও মাসুদ করিম শেখ।সরজমিনে রাস্তাটি পরিদর্শন করে দেখেন তাঁরা।
এরপর প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
এদিকে অবরোধের জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়েন নিত্যযাত্রীসহ পথ যাত্রীরা।নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয় তাদের।
অবশেষে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।