শর্ট সার্কিটে জেরে আগুনে ভস্মীভূত একটি দোকান

0
348

শর্ট সার্কিটে জেরে আগুনে ভস্মীভূত একটি দোকান। প্রায় 10 লক্ষ টাকার সামগ্রী ভষ্মিভূত হয়ে যায় আগুনে। শনিবার মধ্যরাত্রে দুর্ঘটনাটি ঘটেছে তপন ব্লক এর 4 নম্বর হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুরে।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের মহাদেববাটির বাসিন্দা মেশকাত সরকার এবং তুষার সরকার দুই ভাই রামপুরে পঞ্চায়েত অফিসের সামনে একটি লেদ এবং মোটর বাইন্ডিং এর দোকান চালাতেন।

শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ শর্ট সার্কিট থেকে আগুন লাগে দোকানে।
দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানের সমস্ত সামগ্রী।

স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

দমকল বাহিনী ঘন্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছায় বলে দাবি স্থানীয়দের।
ততক্ষনে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা নিজেদের তৎপরতায়।

খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় রামপুর ফাঁড়ির পুলিশ।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং পুলিশ প্রশাসন।

দোকানের মালিক মেশকাত সরকার জানিয়েছেন লেদ এবং মোটর বাইন্ডিং এর দোকান ছিল ভাই এবং আমার।
দুজনের মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়েছে। শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে মনে হচ্ছে।

সমগ্র দোকান ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে দুই ভাইয়ের।

এমত অবস্থায় প্রশাসনিক সহযোগিতা আর্জি জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here