কোচবিহার :- বিএসএফ নিয়ে মন্তব্য করায় ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহকে। শুক্রবার কলকাতা থেকে কোচবিহার ফিরে নিউ কোচবিহার স্টেশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করেন তিনি । তবে তার এই অভিযোগকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপির বিধায়ক মিহির গোস্বামী ।
নিউ কোচবিহার স্টেশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহ বলেন গতকাল রাত্রে প্রায় দশটা নাগাদ তার মোবাইল ফোনে একটি প্রাইভেট নাম্বার দিয়ে ফোন করে তাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করার পাশাপাশি হুমকি দেওয়া হয় । তার অভিযোগ এই ফোনটি কোন প্রভাবশালী দ্বারাই করা হয়েছে । নাম না করলেও তিনি বিজেপিকে আক্রমণ করেন । এই বিষয় নিয়ে তিনি সাইবার ক্রাইম এ অভিযোগ জানাবেন বলেও জানান । পাশাপাশি বিএসএফ নিয়ে তাদের যে আন্দোলন রয়েছে সেখান থেকে তিনি পিছু হটবেন না বলেও জানিয়ে দেন ।
তবে এ বিষয় নিয়ে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, এই ধরনের অভিযোগ তিনি যদি করে থাকেন তিনি একজন অভিজ্ঞ মানুষ তাও পরামর্শ দিয়ে বলিনি যে অভিযোগ জানাবার জন্য । পাশাপাশি তিনি বলেন তিনি একজন এত দাপুটে নেতা তাহলে এত ভয় কেন । বিষয়টি একটি নাটক বলেই কটাক্ষ করেন ।