মেলা বন্ধ রেখে ভক্তদের প্রতিমা দর্শনের সুযোগের মধ্যদিয়েই চলবে এবারের বোল্লা পুজো, এলাকা পরিদর্শন করে জানালেন পুলিশ সুপার। করোনার অতিমারিতে বন্ধ থাকছে পাঁঠা বলি, চলবে মানত প্রতিমার পুজো
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৯ নভেম্বর––– বন্ধ মেলা, থাকছে ভক্তদের প্রতিমা দর্শনের সুযোগ। শুক্তবার দুপুরে বোল্লা মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শনের পর এমনটাই জানালেন দক্ষিন দিনাজপুরের জেলা পুলিশ সুপার রাহুল দে। কোভিড বিধিকে মান্যতা বন্ধ থাকছে পাঁঠা বলি । তবে সুনির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়ে ভক্তদের সুবিধার্থে চলবে শতাধিক মানতকালীর পুজাও। এদিন পুলিশ প্রশাসনের এমন আশ্বাসে খুশির হাওয়া ভক্তদের মধ্যে। খুশি হয়েছেন বোল্লা পুজো উদ্যোক্তারা ও।
২৬শে নভেম্বর শুক্রবার বোল্লা কালীর পূজো । প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার পূজো হলেও নির্দিষ্ট কারণে এবারে তা এক সপ্তাহ পিছিয়ে যায় । প্রায় এক সপ্তাহ আগেই কোভিড বিধিকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই প্রাচীন বোল্লা কালীর পূজো কি ভাবে সম্পন্ন হবে তা খতিয়ে দেখতে এদিন দুপুরে সরজমিনে এলাকায় পৌছান দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে । উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডিএসপি সোমনাথ ঝাঁ, পতিরাম থানার ওসি বিরাজ সরকার, বালুরঘাট বিডিও অজুন শিকদার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা । হাজির ছিলেন বোল্লা পূজো কমিটির কর্মকর্তারাও । এদিন দুপুরে প্রথমেই বোল্লা মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করে মন্দিরের আশেপাশে খতিয়ে দেখেন প্রশাসনিক কর্মকর্তারা । মন্দিরের আশেপাশে যাতে ভিড় না জমে তাঁর জন্য বাশের ব্যারিকেডের ব্যবস্থার পাশাপাশি কঠোর বিধিনিষেধ আরোপ করেন জেলা পুলিশ সুপার । একই সাথে মন্দির সংলগ্ন এলাকার মসজিদের নিরাপত্তাও সুনিশ্চিত করা হয় প্রশাসনের তরফে । এর পরেই পূজোর চার দিনে অস্থায়ী রেল স্টেশন সংলগ্ন এলাকা ঘুরে দেখেন পুলিশ সুপার। যাত্রীরা নামার পরে তাদের কোভিড বিধি মেনে চলা, দর্শনার্থীদের জন্য শৌচালয় ইত্যাদি বিষয়ে নজর দিতে পূজো কমিটীকে বলা হয়েছে। একই সাথে মন্দিরে আসার বিভিন্ন রাস্তাগুলিতে উপযুক্ত পরিকাঠামো ঠিক করতে বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে । কড়া নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে পূজো কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা । পূজো মন্ডপ সংলগ্ন এলাকায় প্রতিবছরের মতো থাকছে সিসিটিভির নজরদারিও। মন্দিরে আগত দর্শনার্থীদের পূজো দেখার জন্য জায়েন্ট স্কীনের পাশাপাশি লোকাল কেবলে পূজো সম্প্রচার করতেও এদিন নির্দেশ দেওয়া হয়েছে।
বোল্লা পূজো কমিটির ম্যানেজার দীপক কর্মকার জানিয়েছেন, করোনার জন্যই একাধিক নয়ম মেনে পূজো অনুষ্ঠিত হবে । প্রশাসনের নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া হবে পূজো কমিটির পক্ষ থেকে ।
জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, কোভিড বিধি মেনে মেলা বন্ধ রেখে চলবে বোল্লা পুজো।