চাঁচল:২০ নভেম্বর
ভরদুপুরে কৃষকের বাড়িতে চুরি। খোয়া গেল নগদ টাকা ও সোনার অলংকার সহ একাধিক জিনিসপত্র। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচোলের ভগবতীপুর গ্রামে। ঘটনার তদন্তে চাঁচল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে চাঁচলের ভগবতীপুরের খাবিরুল হকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুরে খাবিরুল ও তাঁর স্ত্রী রাহেনা খাতুন অন্যের জমিতে ধান কাটতে যায়।ওই সময় বাড়ি ফাঁকা সুযোগ নিয়ে চোরেরা বাড়ির প্রাচীর বেয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। ঘরের দরজা ভেঙে লুটপাট চালায়। ঘরে মজুত থাকা প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ও এক ভুরি সোনার অলংকার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরে বাড়ির দরজা খোলা দেখায় প্রতিবেশীরা খবর দেই ওই কৃষক দম্পতিকে। এসে দেখতে পায় ঘরের সমস্ত দরজা খোলা।ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে জিনিস পত্র।বাক্সের তালাও খোলা রয়েছে। এর পরেই চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর দেওয়া হয় চাঁচল থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।