গঙ্গারামপুরের থানাপাড়ার মহিপুরে কোটি টাকার টিকিট চুরির অভিযোগ, থানায় হলো লিখিত অভিযোগ দায়ের, তদন্ত শুরু করেছে পুলিশ

0
671

শীতল চক্রবর্ত্তী,গঙ্গারামপুর ,22 দক্ষিণ দক্ষিণ দিনাজপুর:-এক আদিবাসী যুবকের এক কোটি টাকা পাওয়া লটারি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে।ওই যুবক সোমবার সকালে জানতে পরে তার চুরি যাওয়া টিকিকে কোটি টাকার প্রাইজ হয়েছে।এর পরেই টিকিট ফেরতের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।লিখিত অভিযোগ পাবার পরে ,পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।   

জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া মহিপুর এলাকার বাসিন্দা আদিবাসী লক্ষণ মার্ডি(২৫)পেশায় ইট ভাটার ট্রাক্টর চালক।দিন এনে দিন খাওয়া গরীব দুঃস্থ ঘরের ছেলে লক্ষণ।লক্ষণের পরিবারের অভিযোগ,রবিবার রাতে মহিপুর বাজারের রাজকুমার রায়ের লটারির দোকান থেকে ১২০ টাকার ১০ সেমের দুটি লটারি টিকিট কেটে বাড়ি ফিরে আসেন তিনি।এরপর লক্ষণের ওই টিকিটে এক কোটি টাকা পুরস্কার লেগে যায়। লক্ষণ রাত্রে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে।অভিযোগ ,লক্ষণের ঘুমানোর সুযোগ নিয়ে লক্ষণের বাড়িতে পৌঁছায় লটারি টিকিট বিক্রেতা রাজকুমার বলে অভিযোগ লক্ষণের মায়ের। বাড়িতে ঢুকেই লক্ষণের প্যান্ট থেকে লটারি টিকিট চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার মা। ঘুম থেকে উঠে পুরো বিষয়টি লক্ষণ জানার পরেই কান্নায় ভেঙে পড়ে সে। এরপর গঙ্গারামপুর থানা পুরো বিষয়টি জানানো হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গরিব ঘরে লটারিতে এক কোটি টাকা খেলার পরেও সেই টিকিট চুরি হওয়ায় কান্নায় ভেঙে পড়ে ওই পরিবার।

এ বিষয়ে আদিবাসী যুবক লক্ষণ মার্ডি জানিয়েছেন, রাত্রে টিকিট কেটে ঘুমিয়ে ছিলাম সকাল হতেই দেখি টিকিট নেই। মা জানাল চুরি করে নিয়ে গেছেও। টিকিট ফেরত এর জন্য থানায় অভিযোগ জানিয়েছি।

   লক্ষণের মা ও লক্ষণের দাদা জানিয়েছেন, সোমবার সকালে জানতে পারলাম ওই টিকিটে কোটি টাকার পুরস্কার পেয়েছে। চুরি করা টিকিট ফেরতের দাবিতে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।

গঙ্গারামপুর থানা লিখিত অভিযোগ জানানোর পরেই, তারা দায়িত্বে থাকা আধিকারি জানিয়েছেন, টিকিট যেন ফেরত দেওয়া যায় তার জন্য সব ধরনের চেষ্টা করা হবে। 

 এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুর শহর জেলাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here