শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 22 নভেম্বর দক্ষিণ দিনাজপুর:-মোটরবাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি 512 নম্বর জাতীয় সড়কের উপরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌরভ পাল (৩২), বাড়ি তপন থানার রামপুর পেট্রোল পাম্পের সামনে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে,মৃত সৌরভ নিজস্ব কাজে বালুরঘাটের দিকে রওনা দিয়েছিল তার মোটর বাইক নিয়ে। ফুলবাড়ি এলাকায় উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণে সজোরে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরভের।
এলাকাবাসীরা এমন ঘটনা দেখে তড়িঘড়ি খবর দেওয়া গঙ্গারামপুর থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসে। বর্তমানে যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুঘাটের পাঠানোর ব্যবস্থা শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
মৃতের দাদা জানিয়েছেন, ও যে এভাবে চলে যাবে সেটা ভাবতেই পারছিনা।গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমন ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।