দিনে দুপুরে ব্যাংকে ডাকাতি ব্যাপক উত্তেজনা এলাকায়

0
479

কোচবিহার:-দিনহাটা বিধানসভার ১ নং ব্লকের অন্তর্গত নিগমনগর এলাকার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো মঙ্গলবার সকাল বেলা। নিগমনগর এলাকায় একটি বাড়িতে ভাড়া হিসেবে ছিল উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের এই শাখাটি। বাড়ির মালিক সুকান্ত চক্রবর্তী বলেন আমি বাড়ির বাইরে ছিলাম এমন সময় দেখি পুলিশের ভ্যানে এসে দাঁড়ায় সাথে সাথে আমি এগিয়ে গেলে জানতে পারি দশটার সময় ব্যাংক খোলার পর এই ডাকাতি হয় এই ব্যাংকে। তিনি বলেন তিন জন দুষ্কৃতী বাইকে করে এসে টাকা তোলার নাম করে ব্যাংকের ভিতরে প্রবেশ করেন এরপর ব্যাংকের ক্যাশিয়ার যখন ভল্ট খোলে তখন তাকে আটকে ভয় দেখিয়ে ব্যাংকের টাকা নিয়ে চম্পট দেয় তিন জন দুষ্কৃতী। আনুমানিক প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সকালবেলায় এহেন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের শাখায় ছিল না কোনো নিরাপত্তা রক্ষী এমনকি নেই কোনো সিসিটিভি ফলে অনায়াসে ডাকাতি করে বেরিয়ে গেল দুষ্কৃতীরা। যদিও দুষ্কৃতীদের হাতে কোন আগ্নেয় অস্ত্র ছিল কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোন কিছু জানা যায়নি। স্বভাবতই দিনে দুপুরে ডাকাতি ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দিনহাটা থানার আইসি সুরোজ থাপা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here