অপহরণ করে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বুনিয়াদপুর এক যুবককে গ্রেফতার করল পুলিশ, পকসো আইনে হলো মামলা, তদন্ত শুরু করেছে পুলিশ।
শীতল চক্রবর্তী ,বুনিয়াদপুর ,25 নভেম্ভর, দক্ষিণ দিনাজপুর—12 বছরের এক নাবালিকা কিশোরীকে জোর পূর্বক অপহরন করে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের কৈমারী এলাকায়।ওই কিশোরীকে গঙ্গারামপুর এর একটি জায়গায় নিয়ে গিয়ে এমন ঘটনা জানানো হয়েছে বলে অভিযোগ তার পরিবারের লোকজনদের ।পুলিশ লিখিত অভিযোগ পাবার পরেই অভিযুক্তকে পুলিশ ধরে বৃহস্পতিবার মহুকুমা আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত আসামির বিরুদ্ধে অপহরণের ও পকসো মামলা করা হয়েছে বলে থানার তরফে জানানো হয়েছে।ঘটনায় শোরগোল পড়েছে। পুলিশি সূত্রে খবর, বংশীহারী থানার অন্তর্গত ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এর কৈমারী এলাকার ১২ বছর নাবালিকা এক কিশোরী এদিন সকালে ডিম বিক্রি করতে যায় একই থানার নুরপুর বাজারে। সেখান থেকে ১২ বছর বয়সী নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় বিরাশু পুজার নামে 35 বছর বয়সী বৃদ্ধ বলে অভিযোগ ওই কিশোরী পরিবারের। ওই 12বছর বয়সী নাবালিকাকে প্রথমে ফুসলিয়ে তার পরে জোর অভিযুক্ত তাকে সাইকেলে করে নিয়ে যায় গঙ্গারামপুর থানার অন্তর্গত প্রাণ সাগর এলাকায় বলে অভিযোগ। সেখানে নাবালিকাকে ধর্ষণ করলে নাবালিকা মেয়েটির চিৎকার করলে ছুটে আসে এলাকার লোকজনেরা। এলাকার লোকজন গঙ্গারামপুর থানায় খবর দিলে গঙ্গারামপুর থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুর থানা থেকে নাবালিকা কিশোরীর বাড়িতে খবর দিলে বাড়ি থেকে লোকজন তাকে চিনতে পারে।পরে গঙ্গারামপুর থেকে বংশীহারী থানায় নিয়ে আসে হয় তাকে। নাবালিকা মেয়ের বাড়ির লোকজন বংশীহারী থানায় অভিযুক্তের নামে অপহরণের ও পকসো মামলা করেন। অভিযুক্তকে বংশীহারী থানা থেকে এরেস্ট করে আজ তাকে কোর্টে তোলা হয়। এ বিষয়ে নাবালিকা কিশোরীর কাকা অভিযোগ করে জানিয়ে জানিয়েছেন, এদিন সকালবেলা মেয়েটি বাড়ী থেকে নুরপুরে ডিম বিক্রি করতে গেলে সেখান থেকে অভিযুক্ত নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যায় গঙ্গারামপুর প্রাণ সাগর এলাকায়।সেখানে তাকে ধর্ষণ করলে ভাস্তি চিৎকার করে। ও এলাকার লোকজন ছুটে আসে খবর দেয় গঙ্গারামপুর থানায়। আমরা গঙ্গারামপুর থানা থেকে নাবালিকাকে নিয়ে এসে বংশীহারী থানায় লিখিত অভিযোগ করি।এ বিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন,থানাতে আমাদের এলাকার একটি নাবালিকা মেয়ে গঙ্গারামপুর থানায় আটকে রয়েছে। সেই নাবালিকা মেয়েটির বাড়িতে খবর দিলে বাড়ির লোক তাকে গঙ্গারামপুর থানা থেকে বংশীহারী থানায় নিয়ে আসে।এদিন অপহরণের ও পকসো আইনে মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে ধর কোর্টে তোলা হয়েছে।এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে ।