রাজ্য সরকার এবছর ধানের দাম প্রতি কুইন্টাল আরও ৫৭ টাকা বাড়িয়ে,দেওয়ায় খুশি কৃষকেরা।

0
362

রায়গঞ্জ:-রাজ্য সরকার এবছর ধানের দাম প্রতি কুইন্টাল আরও ৫৭ টাকা বাড়িয়ে,দেওয়ায় খুশি কৃষকেরা। সরকারের কাছে ধান বিক্রি করতে নাম নথিভুক্ত করার জন্য ব্লকে ব্লকে কৃষি দপ্তরে উপচে পড়ছে কৃষকদের ভীড়। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কৃষকদের প্রতি এই সহানুভূতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন কৃষকেরা। দাবি তুললেন শুধু এরাজ্যের নয়, সারা দেশের কৃষকদের স্বার্থে দেশের প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

হাড়ভাঙা খাটুনি করে নিজেদের জমিতে ধানের ফলন করেন আমাদের অন্নদাতারা। কিন্তু তাঁরা বাজারে পাচ্ছিলেন না ফসলের ন্যায্য দাম। কম দামে লোকসান করে হাটে বা বাজারে ফড়েদের কাছে ধান বিক্রি করতে হত এরাজ্যের কৃষকদের। কৃষকদের স্বনির্ভর করে তুলতে ও তাঁদের আয় বৃদ্ধির লক্ষ্যে কৃষক দরদী রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কৃষক স্বার্থে একাধিক প্রকল্প গ্রহনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষকদের ফসল ধান কেনা শুরু করেন। আর এতেই লাভবান হতে থাকেন রাজ্যের কৃষকেরা। হাটে বা বাজারে যেখানে পাইকার বা ফড়েদের কাছে মাত্র ১৩০০/১৪০০ টাকা প্রতি কুইন্টাল ধান বিক্রি করতে বাধ্য হতেন সেখানে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে গত মরশুমে সরাসরি প্রতি কুইন্টাল ১৮৮৭ টাকা দাম দিয়েছিল। এবছর রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সেই ধান ক্রয়মূল্য আরও বাড়িয়ে প্রতি কুইন্টাল ১৯৪০ টাকা করেছে। খুব স্বাভাবিকভাবেই খুশী এরাজ্যের ধান চাষীরা। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের প্রতিটি ব্লক কৃষি দপ্তরের কিশানমান্ডি থেকে সরকারি ধান ক্রয় শুরু হবে। তার আগে ব্লক কৃষি দপ্তরগুলোতে নাম নথিভুক্ত করতে হবে ধান চাষীদের। প্রবল উৎসাহ আর উদ্দীপনার সাথে গ্রামের হাজার হাজার কৃষক ব্লক কৃষি দপ্তরগুলোতে এসে নাম নথিভুক্ত করছেন। রায়গঞ্জ ব্লকের উদয়পুর কিশান মান্ডিতে ধান বিক্রয়ের জন্য নাম নথিভুক্ত করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্য ধন্য করে কৃতজ্ঞতা জানাচ্ছেন কৃষকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here