জোট নয়,যে সব ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেয়নি,বিজেপি ও তৃনমূলকে হাড়াতে পারে সেসব রাজনৈতিক দল গুলোর জন্য ছেড়ে দেওয়া আছে বললেন বামফ্রন্ট নেতা সূর্যকান্ত মিশ্র।

0
321

শিলিগুড়ি:-জোট নয়,যে সব ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেয়নি,বিজেপি ও তৃনমূলকে হাড়াতে পারে সেসব রাজনৈতিক দল গুলোর জন্য ছেড়ে দেওয়া আছে বললেন বামফ্রন্ট নেতা সূর্যকান্ত মিশ্র।শনিবার সকালে একদিনের দলীয় কর্মসূচিতে নিউজলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি।অনিল বিশ্বাস ভবনে এক দলীয় কর্মসূচিতে যোগদানের পর আজই কলকাতায় ফিরে যাবেন তিনি।নিউ জলপাইগুড়ি স্টেশনে কলকাতা পুরসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন,কংগ্রেস বা আইএসএফ প্রার্থী দিতেই পারে।তবে আমরা চাইছি যে সব ওয়ার্ড গুলি বামফ্রন্ট ছেড়ে দিয়েছে সেসব ওয়ার্ড গুলিতে বিজেপি ও তৃনমূলকে হাড়াতে পারবে তেমন বিশ্বাসী কোন দল প্রার্থী দিক।তবে যদি কেউ প্রার্থী না দেয় সেক্ষেত্রে কতদিন অপেক্ষা করবেন তা স্পষ্ট করেন নি।তিনি বলেন শিলিগুড়ি পুর নিগম ও মহকুমা পরিষদের ভোটের জন্য আদালতের দারস্থ হয়েছে বামফ্রন্ট বারবার।তবেই আদায় করতে পেরেছি আমরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here