বক্সা থেকে জয়ন্তীর রাস্তায় আচমকা দাঁতাল হাতির দেখা পেলেন পর্যটকেরা

0
451

বক্সা থেকে জয়ন্তীর রাস্তায় আচমকা দাঁতাল হাতির দেখা পেলেন পর্যটকেরা। সেসময় ওই পথেই যাচ্ছিলেন রায়গঞ্জ শহরের এক পর্যটক দল। সময় নষ্ট না করে মুহুর্তের মধ্যেই ক্যামেরা বন্দী করলেন গজরাজের রাস্তা পাড়াপারের দৃশ্য। খুশী পর্যটকেরা।
আলিপুরদুয়ার জেলার জয়ন্তী এলাকার দামানপুর ব্রীজের কাছে আচমকাই এক বিশালাকৃতির দাঁতাল হাতিকে ব্যস্ততম রাস্তা পার হতে দেখেন চলাচলকারী পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। হাতিটি রাস্তার এপারের জঙ্গল থেকে ওপারের জঙ্গলে যাচ্ছিল। এরপর পর্যটকেরা গাড়ি থামিয়ে একের পর এক মোবাইলে ফ্লাশ বন্দী করতে থাকেন হাতির গতিবিধি। এই পর্যটকদলের মধ্যে রায়গঞ্জ শহরের চারজনের একটি পর্যটক দলও ছিল। হাতি দেখতে পেয়ে রোমাঞ্চিত রায়গঞ্জের পর্যটক কৌশিক সেন, তপন বসাক বলেন, জয়ন্তী ঘুরতে এসে প্রকাশ্য রাস্তায় এভাবে হাতির দর্শন পেয়ে যাবো ভাবিনি। অভাবনীয় এই দৃশ্য আমরা ক্যামেরা বন্দী করে নিয়েছি। এ এক রোমাঞ্চকর অনুভূতি নিয়ে রায়গঞ্জ শহরে ফিরব আমরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here