শীতল চক্রবর্তী হরিরামপুর : দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক এর, সৈয়দপুর যুব সংঘ ক্লাবের তরফে সেক্রেটারি আসিফ ইকবাল , ক্লাব সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ, কোষাধক্ষ্য হেমাইল আকবর , আকবর আলী, মনিরুজ্জামান , জালাল উদ্দিন আহম্মেদ,আজম সাহানুর আলম সহ অন্যান্য সদস্যরা মিলে ,প্রতি বছরের মতো এবছরও সৈয়দপুর যুব সংঘ অ্যান্ড লাইব্রেরীর উদ্যাগে রবিবার বিকেলে সৈয়দপুর যুব সংঘের ক্লাবের তরফে এক মাস ধরে চলা ফুটবল খেলার আয়োজনের পর এদিন চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের সৈয়দপুর যুব সংঘের অ্যান্ড লাইব্রেরির পরিচালনায় ফাইনাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সৈয়দপুর স্থানীয় একটি ফুটবল ময়দানে। সৈয়দপুর যুব সংঘের তরফে 51 তম বর্ষে চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন সৈয়দপুর এম আর ডিলার মাজাহারুল হোক, প্রাক্তন সেক্রেটারি শিক্ষক আনসার আলী, প্রাক্তন সেক্রেটারি শিক্ষা বন্ধু জবিহুর রহমান।
সৈয়দপুর যুব সংঘ প্রাক্তন সম্পাদক মোনজের কাদের। ভারপ্রাপ্ত সৈয়দপুর যুব সংঘ ক্লাবের সেক্রেটারি আসিফ ইকবাল, এবং সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত সদস্য রবিউল ইসলাম, পঞ্চায়েত সদস্য আজিজুর রহমান, পঞ্চায়েত সদস্য রানি মার্ডি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। । হরিরামপুর ব্লকের সৈয়দপুর যুব সংঘ অ্যান্ড লাইব্রেরীর উদ্যাগে 51 তম বর্ষের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেন সৈয়দপুর যুব সংঘ ক্লাব ও বিশহর আদিবাসী সংঘ ক্লাব চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেন। খেলার শেষে সৈয়দপুর যুব সংঘ ক্লাব ও বিশহর যুব সংঘ ক্লাব কে এক গোলে হারিয়ে বিজয়ী হন সৈয়দপুর যুব সংঘ ক্লাব। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেওয়া হয় সেই সঙ্গে একটি 20 কেজি ওজনের একটি খাসি তুলে দেন সমাজসেবী এম আর ডিলার মাজাহারুল হোক চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত থেকে বিজয়ী দল সৈয়দপুর যুব সংঘ সদস্যদের হাতে তুলে দেন। ,পাশাপাশি হেরে যাওয়া বিশহর ফুটবল টিম কে 15কেজি খাসি তুলে দেওয়া হয় । এবিষয়ে ক্লাবের সেকেন্ডারি আসিফ ইকবাল ও অন্যতম সদস্য শিক্ষক আনসার আলী জানিয়েছেন আমরা গ্রামগঞ্জে ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করতে তুলতে এমন কাজে এগিয়ে আসা হয়েছে আগামী দিনেও আমরা আরও বড় খেলার আয়োজনের উদ্যোগ নেবো।