বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: রহস্যজনক ভাবে নিখোঁজ কালচিনি ব্লকের ভুটান সীমান্ত শহর জয়গাঁ থানার ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর রতন কর (৫২)।বুধবার বেলা ১২ টা নাগাদ জয়গাঁ থানা থেকে বাইকে চেপে বেরিয়ে তাঁর হাসিমারার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের নাকা পয়েন্টে আসার কথা ছিল।কিন্তু তারপর থেকেই তাঁর আর কোনো হদিশ মিলছে না বলে জানা গেছে পুলিশ সূত্রে।সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে জয়গাঁ থেকে ৬ কিলোমিটার দূরের দলসিংপাড়া পর্যন্ত দেখা গিয়েছে যে, আপন খেয়ালে মোটরসাইকেল নিয়ে রতন বাবু হাসিমারার দিকে এগিয়ে চলেছেন।কিন্তু তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।রতন করের বাড়ি কোচবিহার জেলার দিনহাটায় ও শ্বশুর বাড়ি কেচবিহার শহরে।পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তাঁর কেনো হদিশ মেলেনি।ফলে ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার পুলিশ মহলে।নিখোঁজ ওই এএসআইয়ের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
দলসিংপাড়া এলাকায় পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যদিও এই বিষয়ে পুলিশের কর্তারা এখন ওবধি কিছু বলেননি
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার রহস্যজনক ভাবে নিখোঁজ কালচিনি ব্লকের ভুটান সীমান্ত শহর জয়গাঁ থানার ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর...