বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ারঃ-কামাখ্যাগুড়ি সংলগ্ন লালপুল ব্রিজে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩জনের। আশঙ্কা জনক আরও ১। বৃহস্পতিবার রাতে বীজের ওপরে একটি বাইকে কামাখ্যাগুড়ির দিক থেকে আসা দুইজনের সঙ্গে ভাটিবাড়ি থেকে আসতে থাকা বাইকের সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, তাঁদের উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে একজনের মৃত্যু নিশ্চিত করে চিকিৎসক। বাকিদের রেফার করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ।পরে তাঁদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয় । ঘটনায় শোকের ছায়া চিকিলিগুড়ি ও ধলপল এলাকায় । শুক্রবার মৃতদেহ গুলি ময়নাতদন্ত করা হবে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি সংলগ্ন লালপুল ব্রিজে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩জনের। আশঙ্কা...