অবশেষে হদীস মিলল জয়গাও থানার নিখোঁজ ট্রাফিক সাব ইন্সপেক্টর রতন করের।

0
344

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:- অবশেষে হদীস মিলল জয়গাও থানার নিখোঁজ ট্রাফিক সাব ইন্সপেক্টর রতন করের।বুধবার থেকে নিখোঁজ থাকার পর আজ রবিবার সকালে হাসিমারা দশ নম্বর এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে চা বাগান লাগোয়া ঝোপ থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। তার বাইকটিও মৃতদেহের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here