কোচবিহার :- জয়গাঁ থানা ট্রাফিক পুলিশ এস আই রতন কর চার দিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে মৃতদেহ পাবার ঘটনায় পরিবারের পক্ষ থেকে উচ্চপর্যায়ে তদন্তের দাবি করা হলো । রতন ঘরের বাড়ি কোচবিহার শহর সংলগ্ন ব্যাংক যাত্রা রোড ভাতৃসংঘ এলাকায় । এই ঘটনার খবর পাওয়ার পরে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেংগে পরে পরিবারের সদস্যরা । বাড়িতে তার স্ত্রী সহ দুই সন্তান রয়েছে। এক ছেলে ও এক মেয়ে । বাড়িতে ভিড় করে আত্মীয়-স্বজনরাও । ঘটনায় তার স্ত্রী শেতা কর ও বড় দাদা অজিত কর পক্ষ থেকে এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করা হয়েছে। তাদের দাবি কিভাবে ডিউটিরত অবস্থায় একজন অফিসার উধাও হয়ে যায় তারপর তার মৃতদেহ পাওয়া যায়। মুখ্যমন্ত্রী যাতে সঠিক তদন্ত করে এই ঘটনার । পাশাপাশি বাড়িতে কোনরকম অশান্তি ছিল না বলেও জানান । নিখোঁজের দিন স্ত্রীর সাথে কথা হয়েছিল তার ।