মালদা-ভবঘুরে, মানষিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়াল গাজোল নয়াপাড়ার একদল যুবক। তাঁরা ঘুরে ঘুরে গাজোল শহরের বিভিন্ন প্রান্তের এই সব মানুষদের শীতবস্ত্র তুলে দেন। পাশাপাশি রাতের আহারের ব্যবস্থা করেন। ভবঘুরে কিংবা মানষিক ভারসাম্যহীন মানুষেরা নিজের প্রয়োজনের কথা বলতে পারেন না। শীতে তাঁদের গরম বস্ত্রের প্রয়োজন। তাই তাঁদের পাশে দাঁড়ালেন যুবকেরা। শনিবার রাতে প্রায় ২০ জনকে তাঁরা সাহায্য প্রদান করেন।
পাশাপাশি তাঁদের এই কর্মসূচি চলতেই থাকবে বলে জানান ওই যুবকেরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমিত গুপ্তা মনোজ গুপ্তা মোহাম্মদ ইলিয়াস জাহাঙ্গীর আলম সহ আরো অনান্য যুবকেরা। যুবকদের মধ্যে অমিত গুপ্তা বলেন, ‘আমরা কয়েকজন বন্ধুরা মিলে ৫ বছর ধরে একাজ করে চলেছি। আমরা বার্তা দিতে চাই, এই সব মানুষদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিৎ। আমরা না দাঁড়ালে কে দাঁড়াবে আর?’