দাদা সহ বন্ধু ও প্রেমিকার সাথে ভিডিও কল করে জলপাইগুড়ি তিস্তা সেতু থেকে ঝাঁপ যুবকের

0
453

জলপাইগুড়ি:- এ যেন ফিল্মি কায়দায় আত্মহত্যার চেষ্টা। নিজের দাদা সহ বন্ধু ও প্রেমিকার সাথে ভিডিও কল করে জলপাইগুড়ি তিস্তা সেতু থেকে ঝাঁপ যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। সোমবার এ খবর লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন জলপাইগুড়ি জেলা প্রশাসন সহ সিভিল ডিফেন্সের কর্মীরা। জানা গিয়েছে জলপাইগুড়ি রাণীনগরের বছর ২৯ এর যুবক ধীরাজ প্রজাপতি গতরাতে তিস্তা সেতু থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি দাদার সাথে একসাথে থাকতেন। দাদা মনোজ প্রজাপতি রাণীনগর বিএসএফ এ কর্মরত। তিনি বলেন, ভাই একটি দোকান চালাত। গতরাতে সে তিস্তা সেতু থেকে ঝাঁপ দেয় নদীতে। সে সময় আমার সাথে ভিডিও কলে ছিল, পাশাপাশি বন্ধুদেরকেও ভিডিও কলে নিয়েছিল সে। কেন এমন ঘটনা ঘটাল বুঝতে পারছি না বলে জানান তিনি। অন্যদিকে রানীনগর এলাকার বাসিন্দা রেজ্জাক আলী বলেন, ভিডিও কলে অনেককেই নিয়েছিল সে। রাত সাড়ে বারোটা নাগাদ সে তিস্তায় ঝাঁপ দেয়। কি করে এমন ঘটনা ঘটাল বুঝতে পারছিনা। ভিডিও কলে থাকা বন্ধুরা তাকে অনেক না করেছিল এ কাজ করতে। কিন্তু সে কোনো কথা শোনে নি বলে জানান তিনি। সে সময় ভিডিও কলে তার প্রেমিকাকেও নিয়েছিল। সে প্রেমিকা আসামের বাসিন্দা বলে জানান রেজ্জাক আলী। যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে জেলা প্রশাসনসহ সিভিল ডিফেন্সের কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here