বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:আলিপুরদুয়ারের এক নং ব্লকের, ব্লক অফিসের কাছে দক্ষিণ কামসিংএ কুরমাই নদীর ধারে একটি সম্বর হরিণ দেখতে পেয়ে হুল্লোড় পরে যায় গ্রামবাসীদের মধ্যে।সকাল সকাল হরিণ দেখতে ভিড় জমান শিশু কিশোর বয়স্ক সকলেই।স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে গ্ৰামবাসিরা নদীর ধারে মাঠে ১০০ দিনের মাটি কাটার কাজ করছিল। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আসা হরিণটি কে তারা দেখতে পান । এরপর হরিণটি কে তড়িঘরি করে উদ্ধার করেন গ্ৰামবাসিরা।খবর দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনাস্থলে ছুটে আসেন চিলা পাতা রেঞ্জের বনকর্মিরা। এবং স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হওয়া হরিণটি কে তাদের হেফাজতে নিয়ে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেয়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার:একটি সম্বর হরিণ দেখতে পেয়ে হুল্লোড় পরে যায় গ্রামবাসীদের মধ্যে