মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে থেকে বাড়ি ফেরার পথে রাতে একদল দূস্কৃতীদের ধারালো অস্ত্র আঘাতে গুরুতর জখম হলেন এক তৃনমুল কর্মী সমর্থক

0
389

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে থেকে বাড়ি ফেরার পথে রাতে একদল দূস্কৃতীদের ধারালো অস্ত্র আঘাতে গুরুতর জখম হলেন এক তৃনমুল কর্মী সমর্থক। ওই তৃনমুল কর্মীর নাম জয়েন্ত দে। তার বাড়ি রায়গঞ্জ থানার রামপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর থেকে পলাতক দূস্কৃতীরা৷ এই ঘটনায় জয়েন্তবাবু পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার রামপুরে বাসিন্দা জয়েন্ত দে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে এসেছিলেন। রাতে জয়েন্তবাবু বাড়ি ফেরার পথে রামপুর গ্রাম পঞ্চায়েত অফিস পার করতেই তার উপরে ৩/৪ জন দূস্কৃতী আচমকাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জয়েন্তবাবুকে প্রথমে রামপুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে জয়েন্তবাবু অবস্থা খারাপ থাকায় তাকে রায়গঞ্জ গর্ভামেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন সহ বিশাল পুলিশ বাহিনী। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন জয়েন্তবাবু।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here