শুক্রবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে গেট মিটিং এ সামিল হল তৃণমূল কংগ্রেস।

0
206

বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ারঃ-চা বাগানের শ্রমিকদের নূন‍্যতম মজুরি বৃদ্ধির দাবি সহ আরো অন্যান্য দাবিতে শুক্রবার আলিপুরদুয়ার  জেলার বিভিন্ন চা বাগানে গেট মিটিং এ সামিল হল তৃণমূল কংগ্রেস।তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি’র  ব্যানারে   এই গেট মিটিং অনুষ্ঠিত হয় জেলা জুড়ে।শুক্রবার ও শনিনার দুদিন ধরে চলবে এই গেট মিটিং।  তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার  কুমারগ্রাম, সংকোষ,রায়মাটাং,ডীমা,দলসিংপাড়া সহ বিভিন্ন চা বাগানে ফ‍্যাক্টরি গেটের সামনে গেট মিটিং এ সামিল হয় শ্রমিকরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বাড়াইক ও আই এন টি টি ইউ সি’র জেলা সভাপতি বিনোদ মিনজ উপস্থিত ছিলেন কুমারগ্রাম চা বাগানের গেট মিটিংয়ে।

প্রকাশ জানান, শ্রমিকদের নানান সমস্যা নিয়ে আমাদের এই গেট মিটিং। শ্রমিকদের ন্যূনতম মজুরি, প্রভিডেন্ড ফান্ডের সমস্যা সব নিয়েই আমরা আন্দোলনে নেমেছি। আলিপুরদুয়ারের সংসদ বর্তমানে মন্ত্রী ,তাসত্বেও  শ্রমিকদের pf এর সমস্যা মেটাচ্ছেন না। pf কেন্দ্রীয় সরকারের অধীনে , বিজেপি MP ,MLA  এদের এখন দেখা যায় না।আজ এবং আগামী কাল এই আন্দোলন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here