উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি নিয়ে দক্ষিণ দিনাজপুরে সভা কেপিপির, শোষন ও বঞ্চনার বিরুদ্ধে নতুন বছরের শুরু থেকেই জোড়ালো আন্দোলনের ডাক সংগঠনের

0
234

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ১৮ ডিসেম্বর  ——– শোষন ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য গড়বার ডাক কেপিপির। নতুন বছরের প্রথম থেকেই উত্তরবঙ্গ কে আলাদা করতে জোড়ালো আন্দোলনে নামছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। শনিবার দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনাতে একটি দলীয় বৈঠক করে এমনই দাবি জানানো হয় সংগঠনের তরফে। প্রায় ৫০ জন নেতা কর্মীর উপস্থিতিতেই চলে এই সাংগঠনিক পর্যালোচনা। যেখানেই উত্তরবঙ্গ জুড়ে শোষন ও বঞ্চনার বিরুদ্ধে একজোটে সরব হন নেতৃত্বরা।

দলীয় সুত্রের খবর অনুযায়ী, আগামী ৭ জানুয়ারী কেপিপির প্রতিষ্ঠা দিবস। যাকে সামনে রেখে উত্তরবঙ্গ জুড়ে সাংগঠনিক ভিত মজবুত করতে মাঠে নামে দলীয় নেতৃত্বরা। মালদহের গাজোলে একটি প্রকাশ্য সভার মধ্যদিয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের জোড়ালো দাবি জানাবে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। যেখানে কয়েক হাজার মানুষের সমাগমে তুলে ধরা হবে উত্তরবঙ্গের মানুষের শোষন ও বঞ্চনার চিত্র। তুলে ধরা হবে উত্তরবঙ্গের বেহাল চিকিৎসা ব্যবস্থা ও তার জেরে মানুষের মড়কের কাহিনীও। দলের কেন্দ্রীয় সন্মেলনে জোড়ালো হবে  পিছিয়ে পড়া ও কর্মহীন মানুষকে সঙ্ঘবদ্ধ করে আগামীতে তাদের জীবন-জীবিকাকে সুনিশ্চিত করা বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। নতুন বছরের শুরু থেকে লাগাতার এমন আন্দোলনের রুপরেখা তৈরি করতে বিভিন্ন জেলাতে ছোট ছোট বৈঠক সারছেন কেপিপি নেতৃত্বরা। এদিন কুমারগঞ্জের মোহনাতে একটি দলীয় সভা থেকে এমনই বার্তা দিয়েছেন নেতৃত্বরা। যেখানে উপস্থিত ছিলেন জেলা ও উত্তরবঙ্গের একাধিক নেতৃত্বরা।

 সংগঠনের দক্ষিন দিনাজপুরের  জেলা সভাপতি পীযুষ কান্তি বর্মন বলেন, উত্তরবঙ্গের মানুষকে আজও চিকিৎসার জন্য কলকাতায় ছুটতে হয়। এমারজেন্সি রোগীরা রাস্তাতেই মারা যায়। ভালো মেডিকেল কলেজ আজো গড়ে ওঠে নি উত্তরবঙ্গে। এই এলাকার মানুষের স্বপ্নের এইমস মমতা বন্দ্যোপাধ্যায় কার ভালোবাসায় কল্যানীতে নিয়ে গেছেন তাও অজানা। উত্তরবঙ্গের মানুষের সাথে এমন শোষন ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই পৃথক রাজ্যের দাবি তাদের। যা নিয়ে ধারাবাহিক আন্দোলন চলবে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here