বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ার:- কিছু দিন থেমে থাকার পর ফের সক্রিয় হয়ে উঠল হাতির দল। হাতির হানায় ভাঙল পৃথক ৪ টি ঘর। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাল লাইন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুটি হাতির সংশ্লিষ্ট এলাকায় হানা দেয় মুনি মিঞ্জ, ফাগনী তির্কি, সানচারোয়া ধানোয়ার, কালিদাস খাখারের ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে চাল আটা গম খেয়ে সাবাড় করে দেয় হাতির দল। শনিবার গভীর রাতে আচমকাই হামলা চালায় ওই দুটি বুনো হাতি। প্রায় ঘন্টা দু’য়েক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা।