কোচবিহার : –তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের 100 দিনের কাজ চাইতে গেলে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল উপ-প্রধানের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গার পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু গ্রাম বাসি পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসে উপ-প্রধানের কাছে কাজ চাইতে গেলে উপ প্রধান এবং উপপ্রধানের লোকজন তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। তাদের আরও অভিযোগ উপপ্রধান নিজেই নিজের হাতের শাঁখা ভেঙে তাদের উপর পাল্টা কেস দিয়েছে। যদিও এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাঁর উপরে হামলা অভিযোগ তুলে গত কাল রাতে মাথাভাঙ্গা থানা আগেই লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন । এদিন অভিযোগের ভিত্তি উপর দাঁড়িয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কবিতা বর্মন তার উপর উপর ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন। কবিতা বর্মন বলেন তারাই গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে তার উপর হামলা চালায়,তার হাতের শাঁখা ভেঙে দেয় এবং থানায় মিথ্যা মামলা দায়ের করে। আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বলে জানান উপ-প্রধান কবিতা বর্মন।
Home বাংলা উত্তর বাংলা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের 100 দিনের কাজ চাইতে গেলে দলীয় কর্মীদের মারধরের...