পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ ডিসেম্বর— ‘সুফল বাংলা’-র স্টল খুলতে জেলাশাসককে নিয়ে দিনভর বালুরঘাট পরিদর্শন কৃষি বিপনন মন্ত্রীর। ভেজাল খাবার রুখতেই এমন উদ্যোগ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বিপ্লব মিত্র। মঙ্গলবার রাজ্যের কৃষিবিপনণ মন্ত্রী বিপ্লব মিত্র কে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক আয়েশা রাণী এ এই স্টল খোলার জন্য বালুরঘাট শহরের কেন্দ্রস্থলে একাধিক জায়গা পরিদর্শন করেন। বিপ্লব মিত্র জানিয়েছেন, ইতিমধ্যেই সারা রাজ্যে এধরণের মোট ৫৬ টি স্টল খোলা হয়েছে। এই সব স্টলগুলি চালু হবার ফলে ভেজাল খাবার অনেকটাই আটকানো সম্ভব হয়েছে। এছাড়া ভ্যানে করেও কাঁচামাল, শাকসবজি সহ একাধিক পরিষেবা চালু রয়েছে।
ভ্রাম্যমান ও স্থায়ী স্টল মিলিয়ে এ রাজ্যে ইতিমধ্যেই ৩৬৩ টি স্টল চালু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে দক্ষিণ দিনাজপুর জেলাতে এখনও এধরণের স্টল চালু হয় নি, আর যে কারনেই জোর তৎপরতা শুরু করা হয়েছে বলেও তিনি জানান। এইসব স্টলগুলিতে একদিকে কাঁচামাল যেমন মিলবে তেমনই বিশুদ্ধ ঘি, মধু, সরষের তেল পাওয়া যাবে। সেসমস্ত মালপত্র নায্যমূল্যেই মিলবে। তবে সবচেয়ে বড় কথা এই সব স্টলগুলিতে যে সব জিনিস মিলবে তা ভেজালহীন। ফলে রাজ্যজুড়ে চালু হওয়া সুফল বাংলার স্টলগুলিতে ইতিমধ্যেই মানুষের চাহিদা বাড়তে শুরু করেছে। সেই সব দিক মাথায় রেখে আগামীতে কেবলমাত্র জেলা সদর শহরগুলিতেই নয়, বিভিন্ন ব্লক শহর ও গঞ্জ শহরগুলিতেও এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। সুফল বাংলার এই স্টল চালু হলে উপকৃত হবেন এলাকার মানুষজন।