বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:- সরকারি নির্দেশ অনুযায়ী স্কুলের ১০০ মিটারের মধ্যে বিক্রি করা যাবে না কোনো তামাকজাত দ্রব্য । কিন্তু সরকারি আইন কে বুড়ো আঙুল দেখিয়ে আলিপুরদুয়ার জেলার শীল বাড়ি হাট স্কুলের ১০০ মিটারের মধ্যে বিক্রি হচ্ছিল সে সব নিষিদ্ধ তামাকজাত দ্রব্য। স্কুলের ১০০ মিটারের মধ্যে পান দোকানে বিক্রি হচ্ছিল গুটখা ও সিগারেট। খবর পেয়ে সেই সব দোকানে যৌথ ভাবে অভিযান চালায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযান চালিয়ে সেই সব দোকান মালিক কে জরিমানা করেন তারা । যদিও দোকান মালিকরা অভিযোগ করেন যে , তারা ছোট দোকান চালান, কিন্তু যেখান থেকে এই সমস্ত জিনিস পাইকারি সাপ্লাই দেওয়া হয় সেখানে অভিযান চালায় না প্রশাসন । এ বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের অধিকারীক জানান, স্কুল চত্বরের ১০০ মিটারের মধ্যে ৩টি দোকানে আমরা অভিযান চলাই তার মধ্যে একটি দোকানে ফাইন কাটা হয় ।এই ধরণের অভিযান লাগারতার চলবে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার সরকারি নির্দেশ অনুযায়ী স্কুলের ১০০ মিটারের মধ্যে বিক্রি করা যাবে না...