শিলিগুড়ি:-শহরের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বসছে অত্যাধুনিক ক্যামেরা।শুক্রবার শিলিগুড়িতে পূর্ত দপ্তরের বাংলোতে সাংবাদিক বৈঠকে একথা জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।শিলিগুড়ি পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় মেরামত,সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।শহরে বর্তমানে একটি বুলেট ক্যামেরা রয়েছে।শিলিগুড়ির পাশাপাশি মালবাজার সহ শিলিগুড়িতে আরও ক্যামেরা বসানো হবে।শিলিগুড়ি সংলগ্ন বিধাননগরে আনারস উৎপাদন কেন্দ্রে বহুদিন ধরে পরে থাকায় অনেক যন্ত্রপাতি নষ্ট হয়েছে৷টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফের সেখানে নতুন যন্ত্রপাতি বসানো হবে।