কোচবিহার:- সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ছেলেকে রাস্তায় আটকে মারধোর ও প্রাণে মারার চেষ্টা অভিযোগ উঠল বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে । এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । গোটা ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া । বিধায়ক অভিযোগ তার ছেলে কুন্তল বর্মা বসুনিয়া বেস্পতিবার কোলকাতা থেকে বাড়ি ফিরে বন্ধুর সাথে দিনহাটায় আসে । দিনহাটা থেকে ফেরার পথে গোসানিমারি সেতুর উপর তাকে আটকে প্রাণে মারার চেষ্টা করা হয় । বিধায়কের অভিযোগ যেভাবে 2019 সালে তার গাড়ি আটকে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল ঠিক একইভাবে তার ছেলেকে মারার চেষ্টা করা হয়েছে । বর্তমানে তার ছেলে গোসানিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে
এ বিষয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । বিজেপি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দল সবার জানা ।গ্রাম পঞ্চায়েত গুলোতে অনাস্থা আনা নিয়ে তাদের মধ্যে গোষ্ঠী কোন্দল চলছে ।আর সেই গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপি উপর দোষ চাপানো হয় ।