শীতল চক্রবর্ত্তী ,গঙ্গারামপুর, 5জুন দক্ষিণ দিনাজপুর:-গঙ্গারামপুরের নেহেম্বায় দীর্ঘ ৫-৭ বছর ধরে বেহাল রাস্তা। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনো সুরাহা না মেলায় ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসীর।
গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেহেম্বা এলাকার ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ নেহেম্বা থেকে আশ্রম পর্যন্ত দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পিচ ঢালাই রাস্তার বেরিয়ে এসেছে কঙ্কালসার, কোথাও হয়েছে বড়বড় গর্ত, কোথাও রাস্তার দুধার ভেঙে গিয়েছে, পুকুরের পাড় ভেঙে সরু হয়েছে রাস্তা। যা দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। বেশ কয়েকবার ওই রাস্তায় ঘটেছে দুর্ঘটনাও বলে অভিযোগ।
কিছুদিন আগে গম বোঝাই লরি উল্টে পড়ে পুকুরে। ক্ষতি হয় লক্ষাধিক টাকার।
এদিকে ওই রাস্তা দিয়ে আশ্রম হয়ে ফুলবাড়ী যায় পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার বাসিন্দারা। পার্শ্ববর্তী বেস অন নুর মডেল স্কুল, আদর্শ সহ বেশকিছু স্কুল বাস যাতায়াত করে ওই রাস্তা দিয়ে।
বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরও। ওই রাস্তা দিয়ে আর বাস চালবেন না বলেও জানান এক স্কুল বাস চালক। এদিকে এরফলে পড়ুয়াদের ক্ষতি হবে বলে অভিযোগ অভিভাবকদের।
বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।