কোচবিহার ঃ “আমরা ওরা মানবো না”। তৃণমূলের একটিই মিছিল হবে।তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটাতে এবার আসরে নামলেন খোদ পুলিশ কর্তা। সোমবার সন্ধ্যায় এই ভাষাতেই তৃণমূল নেতাকে হুঁশিয়ারি দিনহাটা থানার আইসি সুরজ থাপার। হুঁশিয়ারির এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও গোটা বিষয়টি নিয়ে দিনহাটা থানার আইসি সুরজ থাপা কোনো মন্তব্য করতে চাননি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ আলিপুরদুয়ার সফরে সময় তৃনমূল এই গোষ্ঠী কোন্দল আটকাতে যেভাবে পুলিশ প্রশাসনের ভিডিও সামনে এসেছে তা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা ।
জানা গিয়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা -১ ব্লকের গিতালদহ। এলাকার ক্ষমতা দখলকে কেন্দ্র করে সীতাই বিধানসভাএলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় অনুগামীদের মধ্যে এই বিরোধ। গত কয়েক মাসে এই বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরইমধ্যে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ৫ জুন গিতালদহ বাজারে মিছিল করে বিধায়ক অনুগামীরা। এরপর সোমবার বিকেলে জেলা তৃনমুল সভাপতি পার্থপ্রতীম রায়ের অনুগামীরা মিছিল করতে গেলে দিনহাটা থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে মিছিল করতে বাধা দেয় এবং গিতালদহ -১ অঞ্চল সভাপতি আবু আল আজাদকে হুমকি দেয়। আলাদা করে কোনো মিছিল করা যাবে না। একটাই মিছিল করতে হবে। গন্ডগোল হলে তার দায় কে নেবে। গোটা বিষয়টি নিয়ে আবু আল আজাদ বলেন পুলিশ মিছিল বন্ধ করে দিল। আমাদের মিছিল করতে দিল না। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
তবে এই নিয়ে এখন জেলা তৃনমূল নেতৃত্ব অথবা বিধায়ক কোন মন্তব্য পাওয়া যায়নি ।