মানসিক অবসাদে ভুগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক মহিলা! ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার 18 নম্বর ওয়ার্ডের কাল দীঘিতে ! মাজেদা বিবি তার বাড়ি গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকাতে! পরিবারের সকলের অলক্ষ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে! পরিবার সূত্রের আরও খবর বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এমন ঘটনা শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায়.!