লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর,ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌর এলাকায় ট্রাফিক সিগন্যালের পাশে

0
366

শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,10 জুন,দক্ষিণ দিনাজপুর:-লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর,ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌর এলাকায় ট্রাফিক সিগন্যালের পাশে। 

     পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম প্রভাস রায় বয়স 55 বছর। বাড়ি বুনিয়াদপুর পৌরসভার বড়াইল কোটপাড়া এলাকায়। সকালবেলা বাজার করে বাড়ি ফেরার পথে বুনিয়াদপুর ট্রাফিক সিগন্যালের ওখানে লরির সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হয় এই ব্যক্তি। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে তড়িঘড়ি রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। রশিদপুর গ্রামিনী হাসপাতালের চিকিৎসক এই আহত ব্যক্তি কে মৃত বলে ঘোষণা করেন। 

   গোটা বুনিয়াদপুর বাস স্ট্যান্ড চত্বরে রাস্তার ধারে অটো টোটো পাবলিক বাস স্টেট বাস দাঁড়িয়ে থাকার ফলে সমস্যা হয় যান চলাচলের। যার ফলে এরকম দুর্ঘটনা ঘটে চলেছে। 

   এ বিষয়ে মৃত ব্যক্তির আত্মীয় প্রকাশ রায় জানিয়েছেন খবর পেয়ে ছুটে যায় বুনিয়াদপুর ট্রাফিক এর ওখানে। গিয়ে দেখি আমার দাদা সাইকেল নিয়ে লরির সঙ্গে এক্সিডেন্ট হয়। আমরা তাকে তড়িঘড়ি রশিদপুর হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি। 

  এরকম মর্মান্তিক ঘটনায় চরম শোকের ছায়া নেমে এসেছে বুনিয়াদপুর পৌর এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here