উত্তর দিনাজপুর:-রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে ওয়াটার এটিএম দীর্ঘদিন থেকে খারাপ হয়ে পরে রয়েছে, বাইরে থেকে বেশি টাকা দিয়ে জল কিনতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় ও নির্দেশে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরিবারের লোকেদের জন্য এবং আউটডোরে দেখাতে আসা রোগীদের জন্য ১ টাকায় এক লিটার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার ব্যাবস্থা করা হয়েছিল। হাসপাতাল চত্বরেই চালু করা হয়েছিল ” ওয়াটার এ টি এম “। যেখান থেকে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের লোকেরা মাত্র ১ টাকা দিয়ে এক লিটার বিশুদ্ধ পানীয় জল গ্রহন করতেন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই ওয়াটার এ টি এম মেশিনটি বিকল হয়ে পড়ে থাকায় চরম সমস্যায় পরেছেন রোগীর পরিবারের লোকেরা। যেখানে ১ টাকায় এক বোতল পানীয় জল পেতেন সেখানে এখন ২০/৩০ টাকা দিয়ে এক লিটার জল কিনতে হচ্ছে হাসপাতালে আসা মানুষদের। এতে চরম সমস্যায় পরেছেন দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয় পরিজনেরা। হাসপাতালের সকারি সুপারিন্টেন্ডেন্ট ডাঃ অভিক মাইতি জানিয়েছেন, এতদিন এই ওয়াটার এটিএম দেখভাল করা বা মেরামত করার জন্য কোনও ব্যাবস্থা ছিলনা। ইতিমধ্যেই এই ওয়াটার এটিএম মেশিন রক্ষনাবেক্ষনের জন্য এজেন্সি নিয়োগের টেন্ডার করা হয়েছে।