শীতল চক্রবর্ত্তী বুনিয়াদপুর14জুন দক্ষিণ দিনাজপুর পুরনো একটি মামলায় চারজন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সাজা ঘোষণা করল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতের জি এম কোটের বিচারক ওই চারজনকে সাজা ঘোষণা করেন । আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র জানিয়েছেন ,বিচারক দোষীদের সাজা ঘোষণা করেছেন
2008 সালে কুশমন্ডি থানার ভক্তিপুর মৌজার একটি জায়গাকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে গোলমাল হয়। সেই ঘটনায় একটি মামলা মহকুমা আদালতের জিএম কোর্টে চলছিল। সেই মামলায় বিচারক চারজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষনা করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে,মোহনলাল কিস্কু নামে ওই এলাকার বাদিন্দা তাইলা কিষ্কু, বাবলু কিস্কু, স্বপেন কিস্কু , গোপেন কিস্কু এদের চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন 2008 সালে। অভিযোগ ছিল, মোহনলাল কিস্কু ও তার পরিবারের লোকজনের উপর শ্রীলতাহানি করেন এবং মেরে ফেলার চেষ্টা করে ওই চারজন বলে খবর।এই মামলার চাজসিট তৈরি হয়।বিচার শুরু হয় মহকুমা আদালতের জি এম কোটে।বিচারে দেখা যায় তারা দোষী সাব্যস্ত হয়েছে আইপিসি সেকশন 323 ও 354 ধারাতে।মহকুমা আদালতের জিএম কোর্টের বিচারক খালেদা মান্না সাজা দেন ওই চারজনকে। 323 ধারার জন্য 1000 টাকা জরিমানা ,এই টাকা না দিতে পারলে 15 দিন আরো জেল হেফাজতে থাকতে হবে। আইপিসি সেকশন 354 ধারাই তাদেরকে এক মাস সাজা ঘোষণা করেছেন বিচারক।
এবিষয়ে গঙ্গারামপুর মহাকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র জানিয়েছেন ,2008 সালে কুশমন্ডি থানার ভক্তিপুর মৌজার একটি জায়গাকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছিল।জিএম কোর্টে বিচারপতি খালাদা মান্না চারজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।