শিলিগুড়ি:-দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিশুডাংগি এলাকার প্রধান সড়ক।মাঝেমধ্যে ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে ওই রাস্তায়।মঙ্গলবার এলাকার স্থানীয় মানুষেরা অবিলম্বে রাস্তা মেরামত করার দাবি তুলে পথে নামল।এদিন শিশুডাঙ্গী এলাকায় রাস্তা বাঁশ দিয়ে ঘিরে এলাকাবাসীরা বিক্ষোভ-প্রতিবাদ দেখায়।স্থানীয়দের দাবি বিষয়টি নিয়ে বহুবার বিভিন্ন মহলে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি।ফলে এই রাস্তায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে।অবিলম্বে এই রাস্তাকে মেরামত করতে হবে।
Home বাংলা উত্তর বাংলা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিশুডাংগি এলাকার প্রধান...