শিলিগুড়ি:-
করোনার বাধা বিপত্তি কাটিয়ে স্বাভাবিক ছন্দে গোটা দেশ।ইতিমধ্য বেশ কিছু বিগ বাজেটের পুজো কমিটি খুঁটি পুজার মধ্য দিয়ে দুর্গা পুজার প্রস্তুতি শুরু করেছে।উত্তরবঙ্গের সর্ববৃহৎ দুর্গা পুজার মধ্য একটি হল এনজেপি সেন্ট্রাল কলোনী দুর্গা পুজা কমিটি।প্রত্যক বছর বিগ বাজেটের আকর্শনীয় পুজা মন্ডপ উপহার দিয়ে এসেছেন তারা।তবে বিগত দুই বছর করোনার প্রকপে থমকে ছিল এই আকর্শনীয় পুজা।এবার বাধা বিঘ্ন কাটিয়ে পুজো করতে প্রস্তুত তারা।সেই কারনে মঙ্গলবার তাদের ৬০তম বর্ষে খুটি পুজার মধ্য পুজা মন্ডপের কাজ শুরু করলেন।এবার তাদের বিষেশ আকর্শন”সৃষ্টির অন্তরে”।এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাত দিয়ে এই পুজার সুচনা করেন তারা।উপস্থিত মেয়র গৌতম দেব তাদের এই পুজোর সাফল্যে কামনা করেন।সমস্থ কোভিড বিধী মেনেই হবে তাদের এবারের দুর্গা পুজা,জানালেন পুজা কমিটির যুগ্ম সম্পাদক পার্থ দে।