বংশীহারী ব্লকে টাঙ্গন সভাকক্ষে করানো হলো ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প

0
163

আমাদের প্রতিদিনের কর্মজীবনের পাশাপাশি জানা উচিত কিভাবে আগুন নেভানো সম্ভব হবে, কেমন করে নাইট্রোজেন পাউডারের ট্যাং ব্যবহার করে আগুন নেভানো যায়। কিভাবে আমরা আগুনে হাত থেকে বাঁচতে পারবো। কোন জায়গায় আগুন লেগে গেলে প্রথমে আমাদের কি করা উচিত কিভাবে করা উচিত এইসব ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো ও নিজে হাতে করে দেখিয়ে দেওয়া হলো।
এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পাল, সহ-সভাপতি গণেশ প্রসাদ, বুনিয়াদপুর দমকল দপ্তরের আধিকারিকরা সহ বংশীহারী ব্লকের সমস্ত আধিকারিকরা এছাড়াও বংশীহারী ব্লক এ আসা সমস্ত মানুষদের কে নিয়ে করানো হলো ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প।

এ বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পাল জানিয়েছেন আজকে বংশীহারী ব্লকে একটি ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প করানো হলো বংশীহারী ব্লক এর সমস্ত সহকর্মীদের নিয়ে। কিভাবে আমরা আগুনে হাত থেকে বাঁচতে পারবো, কি ভাবে আমরা নাইট্রোজেন পাউডার ব্যবহার করব এসব দেখানো হলো।

বুনিয়াদপুর ফায়ার স্টেশন ওসি উপেন্দ্রনাথ সরকার জানিয়েছেন আজকে আমরা বংশীহারী ব্লকে ফায়ার সেফটি আওয়ার্নেস ক্যাম্প করলাম সাধারণ মানুষের সুবিধার্থে। কিভাবে নাইট নাইট্রোজেন পাউডারের ট্যাং ব্যবহার করতে হয় তা দেখিয়ে দেওয়া হল।

এ বিষয়ে বংশীহারী ব্লকের সহ-সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন বংশীহারী ব্লক এ ব্লকের সমস্ত আধিকারিক কে ও ব্লকে আসা সাধারণ মানুষকে নিয়ে করানো হলো ফায়ার সেফটি আওয়ার্নেস ক্যাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here