পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ জুন— খেলার ছলে পুকুরের জলে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তুমুল চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জয়ন্তীপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম দেবাংশ ওরাও (২)। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে হিলি থানার পুলিশ ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, পেশায় বিএসএফ কর্মী বাবা মিলন ওরাও এর ছেলে দেবাংশ। বুধবার দুপুরে বাড়ির পাশেই থাকা পুকুরে খেলতে খেলতে জলে পড়ে যায় ওই শিশুটি। দীর্ঘক্ষণ দেখতে না পাওয়ায় তার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা৷ এদিকে বাড়ির পাশে পুকুরের পারে দেবাংশের একটি জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবার ও স্থানীয়দের৷ খবর পেয়েই পুকুরে খোঁজাখুঁজি শুরু করে সকলেই। সেই সময় পুকুরের জল থেকে তার দেহ উদ্ধার হয়। সেখান থেকে বালুরঘাট হাসপাতালে আনা হলে ওই শিশুটিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে হিলি থানার পুলিশ।
মৃতের আত্মীয় নয়ন ওরাও জানিয়েছেন, সকলের অলক্ষ্যে পুকুরের জলে পড়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।